জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ সেপ্টেম্বর ২০২১:
রাস্তার ধারে বেআইনি মদ বিক্রির অভিযোগে মঙ্গলবার রাতে মেমারির বিভিন্ন জায়গা থেকে ৫ জন মদ বিক্রেতা কে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। ধৃত দের নাম, বিশ্বজিৎ ক্ষেত্র পাল, বাড়ি নিমো মল্লিক পুর। ক্ষীতিষ পোদ্দার, বাড়ি ছিনুই। মন্টু চৌধুরী, বাড়ি নিমো বটতলা। সন্দিপ সরকার, বাড়ি ছিনুই। অপূর্ব রায়, বাড়ি ছিনুই। ধৃতদের বুধবার বেলায় বর্ধমান আদালতে হাজির করা হয়েছে।