23/04/2024 : 7:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রায়নায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৯ নভেম্বর ২০২১:


দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জামনা সবুজ সংঘের পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়না-ব্লকের হিজলনার জামনা ময়দানে। জানা যায় রবিবারের রক্তদান শিবিরের অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলিতভাবে ৫০জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কেমরি হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন রায়না-১ ব্লক উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার, রায়না ওসি পুলক মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সহ-সভাপতি হাফিজুল রহমান, দক্ষিণ দামোদর এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আমিরুল আলী সহ অন্যান্যরা।

রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রায়না-১ ব্লক উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার বলেন,”রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তাই আমাদের আশেপাশে রক্তদান শিবির হলেই আমরা অনেকেই রক্ত দিয়ে থাকি। কী কেন এত প্রশ্ন না ভেবেই এই কাজটা আমরা সকলে করে থাকি। আবার অনেকেই রক্ত দিতে ভয় পান। তাঁদের মতে রক্ত দিলে শরীর অসুস্থ হয়ে যায়। এই ভয় থেকে অনেকেই রক্ত দিতে চান না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের শরীরের সামান্য রক্তে অনেক মানুষেরই অনেক উপকার হয়। অনেক মানুষ এই আমাদের এই সামান্য সাহায্যে বাঁচার রসদ পান। তাই রক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই”।


Related posts

আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা মঙ্গলকোটে

E Zero Point

চিনা মাঞ্জা নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

E Zero Point

পৌর নাগরিকদের সুবিধার্থে মেমারি পৌরসভা অভিযান

E Zero Point

মতামত দিন