29/11/2023 : 4:43 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ছাদ থেকে পড়ে পুলিশ কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২০ ডিসেম্বর ২০২১:


তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রাক্তন পুলিশ কর্মীর। গুরুতর আহত তার স্ত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের ৩ নং ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর হালদার (৬১)। গুরুতর আহত তার স্ত্রী ঝুমা হালদার (৫৬)। দু’জনকেই উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সমীর হালদারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী।

সমীরবাবু ইংরেজবাজার থানার প্রাক্তন কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, এদিন সকালে নিয়ম মাফিক বাড়ির তিনতলার ছাদে ফুলের গাছে জল দিতে গেছিলেন দু’জনে। সেসময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান সমীর বাবু। তাকে বাঁচাতে গেলে পড়ে যান তার স্ত্রীও। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Related posts

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মেমারির এক ব্যক্তি

E Zero Point

আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল রসুলপুরে

E Zero Point

ঘন কুয়াশায় কবলে কালনা ফেরিঘাট

E Zero Point

মতামত দিন