27/04/2024 : 8:43 AM
আমার বাংলাকলকাতাদক্ষিণ বঙ্গ

রাজ্য খাদি মেলার শুভ উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ – কুন্তল মন্ডল, কলকাতা, ১ জানুয়ারি ২০২২:


রাজ্য খাদি মেলার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্র নাথ সিনহা। কোলকাতার যোধ পুর পার্কে এই মেলার শুভ সূচনা। ১৬ দিনের এই মেলায় রয়েছে ১০০ টি ষ্টল,রাজ্যের সব জেলার মানুষেরা নানান সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। মেলায় রয়েছে গ্রামীণ শিল্পজাত বিভিন্ন দ্রবো, বাঁকুড়ার টেরাকোটা, কৃষ্ণনগর এর মাটির পুতুল, বীরভূম এর কাঁথা স্টিচ,বর্ধমান এর কাঠ এর পুতুল, এ ছাড়াও নানান সামগ্রী।

খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এর প্ল্যানিং অফিসার বিশ্বজিৎ সরকার জানান প্রত্যেক বছরের নেই এ বছর মেলার আয়োজন, সমস্ত করোনা বিধি মেনেই চলবে মেলা, গ্রামীণ শিল্পী দের পণ্যজাত দ্রাবো খুবই গুণমান, উপস্থিত ছিলেন বস্ত্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শীকান্ত মাহাতো, পর্সোদ এর সভাপতি কল্লোল খাঁ, প্রাক্তন মেয়র পারিসদ কলকাতা পৌরনীগম রতন দে, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্শদ মূখ নির্বাহী অধিকারী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

Related posts

করোনা সচেতনতা প্রসারে প্রতীকি বার্তা গ্রহরাজ ঠাকুরের

E Zero Point

বিজেপির অপপ্রচারে বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা মেমারিতে

E Zero Point

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গুসকরায় রক্তদাতাদের ভিড়

E Zero Point

মতামত দিন