01/10/2022 : 3:53 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, পূর্ব বর্ধমানে ৭৭০, মেমারিতে ৬০

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১২ জানুয়ারি ২০২২:


যতদিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতির অবনতি হচ্ছে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ। পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বুধবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৭৭০ জনের মধ্যে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ।

শুধু মাত্র বর্ধমান শহরে ২২০ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে মেমারি ১ ব্লকে ২৪ জন, মেমারি ২ ব্লকে ২৮ জন ও মেমারি পৌরসভায় ৮ জন – মোট ৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৫৬৯৬ জন এবং  ৪১৬২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৩৫৭৫ জন। ব্লক ও পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা:

Related posts

মেমারিতে দিনমজুরের পাশে ব্যঙ্ক বীমা যৌথ প্রচার মঞ্চ

E Zero Point

মেমারিতে স্যান্টা এলো রাতের অন্ধকারে….দিনের আলোয় শিশুর হাসিখুশিতে

E Zero Point

মেমারিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভসভা

E Zero Point

মতামত দিন