03/02/2023 : 9:31 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি গ্রামীণ হাসপাতালে রুগীদের জন্য বেড দান

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২২ জানুয়ারি ২০২২:


“কোথায় আছে বিন্দুতে সিন্ধু” । ফোটায় ফোটায় যেমন সাগরে সৃষ্টি , তেমনই সকলের একটু একটু সামর্থের দানে গড়ে উঠতে পারে কোন বৃহৎ কিছু । আর এই কথা মাথায় রেখেই বাড়ির কাজের পরিচারক এর স্মৃতির উদ্দেশ্যে হাসপাতালে দান করলেন এক শয্যাবিশিষ্ট রোগীর বেড ।

জানা যায়, মেমারির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী চন্দন বিষয়ীর বাড়িতে বিহারের বাসিন্দা মাথরী মেরিট, দীর্ঘদিন যাবৎকাজ করতেন। ৬ মাস পূর্বে মাথরী মেরিট মারা গেছেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে চন্দন বাবু শুক্রবার দুপুর ১২ টা নাগাদ তৎকালীন সমাজসেবী শরৎ কোঙার প্রতিষ্ঠিত মেমারি গ্রামীণ হাসপাতালের বি, এম,ও, এইচ, হর্ষ ঘোষের এর হাতে একটি বেড তুলে দিলেন রুগীদের জন্য।


চলছে করোনার তৃতীয় ঢেউ । হাসপাতালে হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, সেই তুলনায় রোগীর শয্যা সংখ্যা তুলনামূলক অনেকটাই কম । এমন ভয়াবহতার মধ্যে দাঁড়িয়ে এই মহতী উদ্যোগের পাশে এসে দাঁড়ালেন মেমারি শহরের আর এক বিশিষ্ট সমাজসেবী ও মেমারি পৌরসভার প্রাক্তণ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, শুভেন্দু গুহ ও অপরুপ বিষয়ী।

Related posts

পূর্ব বর্ধমানে গত ২৪ ঘন্টায় সর্বকালীন রেকর্ড ৬০০ জন করোনা আক্রান্ত, শুধু বর্ধমানে ১৮২ জন

E Zero Point

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বন্ধুর বিরুদ্ধে

E Zero Point

বলাগড়ে কৃষি বিলের সমর্থনে বিজেপির পথসভা

E Zero Point

মতামত দিন