28/03/2024 : 7:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিবাহ বার্ষিকীতে “মানবতার আহার” মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, সাহিদুল ইসলাম, মেমারি,  ২২ জানুয়ারি ২০২২:


করোনার আবির্ভাবের পর থেকেই কখনো দুস্থদের শুকনো খাবার বিতরণ, কখনো এলাকার স্যানিটাইজার করা, আবার কখনো করণা সচেতনতায় মাস্ক-স্যানিটাইজার বিতরণ করার পাশাপাশি কোভিড আক্রান্তদের বাড়ি রান্না করা খাবার পৌঁছে দিয়ে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন শেখ কেরামত আলী ও তার সংস্থা “হিউম‍্যানিটি”।

এদিন ছিল সেখ কেরামত ও তার স্ত্রী শাহানাজের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে হিউম্যানিটি পরিবারের সহায়তায় পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের জাবুই ও জাবুই এলাকার একটি ইটভাঁটায় প্রায় শতাধিক দুঃস্থ শিশুদের দ্বিপ্রহরের আহারের ব্যবস্থা করা হয়, যার নাম দেওয়া হয় “মানবতার আহার”।

শেখ কেরামত ও তার স্ত্রীর এহেন সাধু উদ্যোগে এবং হিউম্যানিটি পরিবারের সহায়তায় এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মহাম্মদ শামীম ও মেমারি দু’নম্বর ব্লকের অন্যান্য আধিকারিক গন। এইরকম মহতী সাধু উদ্যোগের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Related posts

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু

E Zero Point

ট্রেনের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু কালনায়

E Zero Point

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন