জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ ফেব্রুয়ারি ২০২২:
মেমারি শহরের ব্যস্ততম রেল গেট হলো মেমারি বাজারের রেলগেট। যে রেল গেটের মাধ্যমে অজস্র মানুষ প্রতিদিন পারাপার করে। আর এই রেলগেটেই ঘটে গেল দুর্ঘটনা।
মঙ্গলবার গভীর রাতে প্রায় ১-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির বাজারের ৩২ নং রেল গেটের হাই গেজটি ভেঙে পড়লো। গভীর রাতের ঘটনা হওয়ায় কোন বড় ধরনের বিপদ ঘটেনি কিন্তু এই দুর্ঘটনা যদি দিনের বেলায় ঘটতো তাহলে বড় বিপদ ঘটে যেতো। কারণ দিনের বেলায় অজস্র মানুষের যাতায়ত এই রেল গেট দিয়েই। এই ব্যস্ততম রেলগেটের উপর দিয়ে মেমারি হাসপাতালে রুগী নিয়ে যাওয়া আসা করা হয় এবং মেমারির দুই প্রান্তের যোগাযোগের রাস্তাও এটি। বরাত জোরে প্রাণে রক্ষা পেল মানুষ।
এক ব্যবসায়ীর মতে এটা সম্পূর্ণরূপে রেল কর্তৃপক্ষের অবহেলা। সাত সকালে মেমারি ও আসেপাশের এলাকার মানুষ বাজার করতে আসে এই রেলগেট দিয়েই। নিয়মিত তদারকি করার প্রয়োজন ছিল। দিনের বেলায় এই ঘটনা ঘটলে বড়ধরনের বিপদ ঘটতো।
এখন পর্যন্ত ভেঙ্গে যাওয়া হাইগেজের একটি রাস্তার মাঝে পরে আছে। ফলে সাধারণ মানুষের রেলগেট পারাপার করতে অসুবিধা হচ্ছে।