29/03/2024 : 2:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শেষ মুহুর্তে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৩ ফেব্রুয়ারি ২০২২:


শনিবার বাগদেবীর আরাধনা। রাজ্য সরকার বৃহস্পতিবার স্কুল খুলে দিয়েছে। স্কুলে স্কুলে সরস্বতী পুজোও হবে কোভিড বিধি মেনে। শেষ মুহুর্তে রাজ্য তথা জেলায় প্রতিমা গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। সরস্বতী পুজোর আগে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত পূর্ব বর্ধমানের কুমোরটুলি অর্থাৎ জামালপুর ব্লকের মৃৎশিল্পীরা। গত বছরের তুলনায় এবছর সরস্বতী পুজোর আগে প্রায় অধিকাংশ শিল্পীরা দেবীর প্রতিমা গড়ার বরাত পেয়েছে। বাবা ঠাকুর গড়তেন বর্তমানে বাবার বয়স হয়ে গিয়েছে তাই তার ছেলে হিসেবে সেই প্রতিমা গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন চাঁচাইয়ের এক মৃৎশিল্পী । তারই তৈরি করা বিভিন্ন আকৃতির সরস্বতীর মূর্তি পৌঁছে যাবে জেলার বিভিন্ন প্রান্তে।

প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত জামালপুর ব্লকের চাঁচাইয়ের মৃৎশিল্পীর তৈরি সরস্বতী প্রতিমা জেলা তথা রাজ্যের বাইরেও যায়। এবছর সেরকম কোনো বরাত পাননি বলেই জানালেন মৃৎশিল্পী। করোনা পরিস্থিতিতে সরস্বতী পুজো কোন রকম ভাবেই সেরে ফেলতে চাইছেন সাধারন মানুষ। তার ওপরে আবার আবহাওয়ার বিরূপ মনোভাবের কারণে দেবীপ্রতিমা শুকোতে সময় লাগছে অনেক বেশি। এমনিতে হাজার টাকা থেকে শুরু হচ্ছে প্রতিমার দর। প্রতিমা গড়ার সমস্ত উপকরণের দাম আকাশচুম্বী। তাই প্রতিমা গড়লেও লভ্যাংশ খুব বেশি উঠে আসবে বলে আশাবাদী নন প্রতিমা শিল্পীরা। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা গড়ছেন চাঁচাইয়ের মৃৎশিল্পী অলোক বিশ্বাস।

Related posts

রক্তের সংকট মোকাবিলায় যুবশক্তি

E Zero Point

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মক টেস্ট

E Zero Point

রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ, পথ অবরোধ

E Zero Point

মতামত দিন