জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২২:
পৌর নির্বাচন ঘোষণা হওয়ামাত্র পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১৬ টি ওয়ার্ডেই প্রার্থী ঘোষণা করে চমক এনেছে সিপিআইএম। নির্বাচন ঘোষণা হওয়ার এবং সিপিআইএমের প্রার্থী ঘোষণা হওয়ার একদিন পরই রাজ্যের তথা মেমারি পৌর সভার শাসক দল তৃণমূল কংগ্রেস চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল। যদিও গতকাল মেমারি বিধানসভার বিধায়কের লেটার প্যাডে একটি প্রার্থী তালিকা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। কিন্তু সেসব বিষয় কে গুরুত্ব না দিয়ে এদিন মেমারি পৌরসভার ১৬ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষিত হল।
নাম ঘোষণা হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের অনেককেই দেখা গেল উচ্ছ্বসিত আবার বেশ কিছুজনকে মনোক্ষুন্ন হতেও দেখা গেল, কারণ প্রার্থী তালিকায় জায়গা পায়নি তাদের পছন্দের নেতাকর্মীরা।
এমতাবস্তায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর দলের অন্দরেই দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে তৃণমূল কংগ্রেসের ১৬ টি ওয়ার্ডেরই প্রার্থীদের জয়ী করার উদ্দেশ্যে মেমারি শহর তৃণমূল কংগ্রেস একজোট হয়ে লড়াই করবে বলে জানানো হয় মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
প্রার্থীতালিকাঃ
১ তাপস পাঁজা
২ সেখ ইউসুফ
৩ সুচিত্রা ব্যানার্জী
৪ সন্তোষ বোয়াল
৫ ড. কৃষ্ণপদ বিশ্বাস
৬. ড. চিরঞ্জিব ঘোষ
৭ রত্না দাস
৮ চুমকি বাগ (সোনালি)
৯ বাপি ব্যানার্জী
১০ স্বপন ঘোষাল
১১ বিলকিস সেখ
১২ স্বপন বিষয়ী
১৩ পদ্মা ক্ষেত্রপাল
১৪ রণজিৎ বাগ
১৫ মানসুরা বেগম সেখ
১৬ সুনীল মুর্মু