26/04/2024 : 6:38 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে “তিতাস” সংস্থার কর্মীর উপর দুষ্কৃতির হামলা 

জিরো পয়েন্ট নিউজ, মেমারি , ১৫মার্চ ২০২২:


আন্তর্জাতিক শ্রমজীবি নারী দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের কিছু নারীর ইন্টার্ভিউ নেওয়া হয়েছিল “তিতাস” নামক সংস্থার পক্ষ থেকে।এই ইন্টার্ভিউর মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল মেমারি শহরের নারীরা কেমন আছে, তাদের সমস্যা, সমস্যার কারণ।

এই ইন্টার্ভিউর কয়েকটি পর্ব  প্রকাশিত হয়েছিল জিরো পয়েন্ট নিউজের মাধ্যমে। কিন্তু, বাকী পর্ব  প্রকাশিত হওয়ার আগেই ঘটে গেল বিপদ, এমনটাই জানা গেল  “তিতাস” সংস্থার এক কর্মী,  দীপ্তেন্দু  বসু , কাছ থেকে। দীপ্তেন্দু বাবু জানান গত কাল রাতে হটাৎ কিছু জন তার বাড়িতে ঢুকে তাকে মারধর শুরু করেন। তার বাবা মা আটকাতে এলে তাদের গায়েও হাত তোলা হয়। পরে প্রতিবেশী দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। দীপ্তেন্দু বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর ওনাকে ছেড়ে দেওয়ে হয়। দীপ্তেন্দু বাবু জানান, মূলত মেমারি শহরের নারীদের  ইন্টার্ভিউ নেওয়ার যে কাজ শুরু করেছিলেন সেটি বন্ধ করতেই তার উপর এই আক্রমণ। তিনি আরো জানিয়েছেন, “তিতাস” সংস্থার আরো দুই কর্মী দের হুমকি দেওয়া হয়। তিনি অভিযুক্ত দের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

 

 

Related posts

এবার জেলা বই মেলা মেমারি সাতগেছিয়াতে

E Zero Point

পূর্বস্থলীতে তাঁত শ্রমিকদের সড়ক অবরোধ ও বিডিও ঘেরাও 

E Zero Point

মন্তেশ্বরের শুশুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত-৬, গ্রেপ্তার-৪

E Zero Point

মতামত দিন