02/02/2023 : 7:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তিরুপতি কোল্ডস্টোরে গ্যাস লীকের অভিযোগঃ মেমারির রসুলপুরে আলুচাষীদের পথ অবরোধ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২১ মে ২০২২:


শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির রসুলপুর এর কাছে তিরুপতি হিমঘরে আলু রেখেছিল এলাকার আলু চাষীরা।
গতকাল আলু বের করলে দেখা যায় যে আলুর গুণগত মান খুবই খারাপ হয়ে গেছে এবং বেশ কিছু আলু নষ্ট হয়ে গেছে।
আলু চাষের সময় প্রাকৃতিক দুর্যোগে বেশি পাকা আলুচাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুবার করে আলু লাগিয়ে ছিল কিন্তু আলুর ফলন স্বাভাবিকের থেকে অনেকটাই কম হয়েছিল। তাই ঋণে জর্জরিত আলু চাষীরা। আলু তোলার পর এলাকার আলুচাষিরা তিরুপতি হিমঘরে সেই আলু মজুদ রেখেছিল। অনেকে আগামী মরশুমের জন্য বীজআলুর জন্যও মজুদ রেখেছিল আলু।

হিমঘরে মজুদ রাখার পরও আলু নষ্ট হয়ে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে এলাকার আলুচাষিরা। তারা রসুলপুরে জিটি রোডের উপর আলু ছড়িয়ে দিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভরত আলু চাষী সমর ঘোষ জানান ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দু দুবার আলু চাষ করে, এরপর যদি হিমঘরে আলু রাখার পর এই অবস্থা হয় তাহলে আমাদের সংসার চালানো মুস্কিল হবে। আমাদের দাবী বর্তমান বাজারমূল্য দিয়ে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তিনি অভিযোগ করেন হিমঘর কর্তৃপক্ষের গাফিলতি আছে ও গ্যাস লিক করার কারণে আলু নষ্ট হয়েছে বলে আমাদের ধারনা।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জি, মেমারি এক বিডিও ড. এ. এম. ওয়ালিউল্লাহ, ব্লক কৃষি আধাকারিক ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত সকলে চাষীদের অশ্বস্ত করেন এবং আগামী সোমবার হিমঘর কতৃপক্ষ কে নিয়ে আলোচনায় বসবে বলে আশ্বাস দেন।

বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যাওয়ায় বাজারে আলুর একটা সংকট দেখা যাবে বলে মনে করছেন অনেক চাষী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত আলু চাষিরা মনে করছে বেশ কিছু অসাধু ব্যক্তির অধিক মুনাফার লোভে কৃত্রিমভাবে এই আলু নষ্ট করেছে। এইরকম গুরুতর অভিযোগও ওঠে আলুচাষিদের পক্ষ থেকে।

হিমঘরের ম্যানেজার জানান কি কারণে এই সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সমগ্র বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। সোমবার সকল চাষীদের নিয়ে আলোচনা করা হবে।

এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের সাথে মালিকপক্ষের আলোচনার পর ক্ষতিগ্রস্ত আলু চাষীরা তাদের আলুর ন্যায্য ক্ষতিপূরণ পাবেন তো? এখন এই প্রশ্নই দানা বাঁধছে এলাকার ক্ষতিগ্রস্ত আলুচাষিদের মনে।

Related posts

পূর্ব বর্ধমানে ঝড়ের গতিতে করোনা সংক্রমণ, আজ আক্রান্ত ৩২১ জন, মৃত্যু ১ জন

E Zero Point

ফাঁকা বাড়ির ছাদে থেকে বোমা উদ্ধার মুর্শিদাবাদে

E Zero Point

মেমারিতে সাড়ম্বরে নেতাজী জয়ন্তী পালন

E Zero Point

মতামত দিন