16/04/2024 : 11:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

একলাফে অনেকটাই সস্তা পেট্রোল-ডিজেলঃ এখন মেমারিবাসী তাকিয়ে রাজ্যের দিকে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২২ মে ২০২২:


রবিবার সারা দেশে পেট্রোল সাড়ে ৯  টাকা এবং ডিজেল প্রতি লিটার ৭ টাকা কম হয়েছে। আবগারি শুল্ক কমানোয় পেট্রোল ও ডিজেলের দাম  কমেছে। কেন্দ্রীয় সরকার  পেট্রোলের উপর আবগারি শুল্ক ৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৬ টাকা কমিয়েছে।  পেট্রোল ৯.৫০ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৭ টাকা সস্তা হয়েছে। মূল্যস্ফীতির মধ্যে পেট্রোল-ডিজেলের দাম থেকে বড়সড় স্বস্তি মিলল।

কেন্দ্রের জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তের পরে অবিজেপি শাসিত রাজ্য কেরালা ও রাজস্থানও ভ্যাট কমিয়েছে এখন অপেক্ষা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি সিদ্ধান্ত গ্রহণ করে।

বিগতদিনে পেট্রোল ও ডিজেল এর দাম ক্রমশ বাড়তে থাকায় পরিবহন ব্যবস্থার ধাক্কা খায়। ফলে গাড়ি ভাড়া বাড়তে থাকে। কাঁচা দ্রব্যের দাম বেড়ে দ্বিগুণ হতে থাকে।

সারা দেশ ও রাজ্যের সাথে মেমারির মানুষ স্বাভাবিক ভাবেই খুশি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে। মেমারির এক বাসিন্দার বক্তব্য রাজ্য সরকার যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু পরিমাণ শুল্ক কম করেন তাহলে মা মাটি মানুষের অগ্নি কন্যা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে চির কৃতজ্ঞ থাকবে এই বাংলার মানুষ।

Related posts

তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও অন্নসেবা

E Zero Point

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৫ জন, সুস্থ ৩৯ জন দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

E Zero Point

জামালপুর তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

E Zero Point

মতামত দিন