28/04/2024 : 2:13 AM
আমার বাংলা

গ্রামীন চিকৎসকদের সাধারণ সভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৩১ মে ২০২২:


রবিবার উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে রুরাল ডক্টর অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর ও দক্ষিন ২৪ পরগানা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। জানা যায় ২০০০ সাল থেকে গ্রামীন চিকৎসকের সংগঠন হিসাবে স্বীকৃতি পায় এই সংগঠন।

ডাক্তার কৃশানু সিং ও ডাক্তার মুজাফ্ফর হোসেনের নেতৃত্বে এই আলোচনা সভা সংগঠিত হয়। তাদের দাবীগুলোর মধ্যে অন্যতম ছিল বহু গ্রাম্য চিকিৎসক করোনা, সময়ে জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা করে যাচ্ছে সেই সমস্ত ডাক্তার দের রাজ্য সরকারের স্বীকৃতি ও স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এর দাবী, প্রশাসনিক হেনস্থার মুখে যাতে না পড়ে, রাজ্য সরকারের ট্রেনিং এর মাধ্যমে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক ইত্যাদি। জানা যায় এই দাবী না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন সংস্থার সদস্যরা।

Related posts

পূর্ব বর্ধমানে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাঃ মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

১০০ দিনের কাজ চালু করার স্বীকৃতি আদায় মহিলাদের

E Zero Point

সিপিএমের ছাত্র-যুব ও কৃষকসভার পক্ষ থেকে নন্দীগ্রামে মিছিল

E Zero Point

মতামত দিন