জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২১ জুলাই ২০২২:
পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে যৌথ উদ্যোগে। মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি ইউনিয়ন ও পঞ্চায়েত সমিতির অন্তর্গত নটি(৯)টি গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি অনুষ্ঠিত হলো। নটি গ্রাম পঞ্চায়েতের মোট ২৫ হাজার চারা গাপ্পি মাছ প্রতিনিধিদের হাতে তুলে দিলেন মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি ইউনিয়ন আধিকারিক সৈকত মাজি।
মূলত যে সকল পুকুরগুলিতে আবর্জনা যুক্ত এবং বৃষ্টির সময় জল জমে থাকে সেই সকল স্থানগুলিতে যাতে কোনরকম মশা বংশবৃদ্ধি না করতে পারে তার জন্যই এই গাপ্পি মাছ ছাড়া হলো। গাপ্পি মাছ মশা ডিম এবং লাভা খেয়ে নেয় সেই কারণে মশা বংশবৃদ্ধি যাতে না করতে পারে এই কারণের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি, জয়েন্ট বিডিও শতনিক সরকার , ভি, আর, পি কর্মী সহ আরো অনেকে।