জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৬ জুলাই ২০২২:
বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে ওইদেশের বুড়িমারি স্থল বন্দরে আটকে পড়েছে বেশকিছু ভারতীয় ট্রাক। ট্রাক থেকে পণ্য আনলোড না করানোর কারণে সেইসব ট্রাক নিয়ে এদেশে ফিরতে পারছেননা ওইসব ট্রাকের চালকগণ। ওপারে টানা কয়েকদিন আটকে থাকার কারণে তাদের থাকা, খাওয়া, শৌচকর্ম করা ইত্যাদিতে দারুণ সমস্যা হচ্ছে। এইসব অভিযোগ এনে বাংলাদেশে ট্রাক নিয়ে যাওয়া বন্ধ করে দিয়ে অন্দোলন শুরু করলেন ট্রাক চালক এবং মালিকগণ।
শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। আর ট্রাক চালক এবং মালিকদের এই অন্দোলনের জেরে এদিন সকাল এগারটা থেকে ভারত-বাংলাদেশ ও ভুটান- বাংলাদেশের মধ্যে সকলপ্রকার বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে থাকল। এনিয়ে সীমান্তে ট্রাকচালক এবং কর্মীরাও ক্ষোভ উগরে দিতে থাকেন। সাময়িক উত্তেজনাও ছড়ায়। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতি।