25/04/2024 : 11:59 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

শীত বস্ত্র প্রদান জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – সুজিত দত্ত, বর্ধমান, ১ ডিসেম্বর ২০২২:


শীতের জমিয়ে না পরলেও আসন্ন শীতের মরশুমে দুস্থরা যাতে কোন কষ্ট না পান তার জন্য এগিয়ে এল ‘মানবতার ডাক’ নামে জামালপুর ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জামালপুরের বাহাদুর পুরের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে বুধবার এলাকার দুঃস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান কর্মসূচি পালন করা হয়। এদিন প্রায় ৪০০ লোকের হাতে কম্বল ও শীতের পোশাক তুলে দেওয়া হয়।

এই কম্বল প্রদান ও বস্ত্রপ্রদান কর্মসূচি উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। ছিলেন আনোয়ার সরকার সহ বিভিন্ন শিক্ষক ও সংগঠনের বিভিন্ন সদস্য সদস্যাগন। শীত পড়ার মুখে অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই সংগঠনের প্রশংসা করেন মেহেমুদ খান। তিনি অন্যান্য সংগঠন এবং ব্যক্তিগত ভাবেও সকলকে মানুষের পাশে থাকার আহ্বান জানান এদিন।

Related posts

আজও পূর্ব বর্ধমানে ৪২৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

E Zero Point

সমবায় বাঁচাও মঞ্চের তৃতীয় সম্মেলন মেমারিতে

E Zero Point

পাঠ্যপুস্তকে বর্ণবিদ্বেষী শিক্ষা, সাসপেন্ড করা হল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের দুই শিক্ষিকা

E Zero Point

মতামত দিন