জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৩ ডিসেম্বর ২০২২:
গত ২৪ নভেম্বর মেমারির মগরা হাটতলা এলাকায় এক মহিলা পথচারিকে একটি বাইক ধাক্কা মারলে। মহিলার অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত বাইক চালকে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত বাইক চালকের নাম অমল টুডু, বাড়ি মেমারির শ্যাম নগর এলাকায়। শুক্রবার ধৃতকে সুনির্দিষ্ট ধারাই মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হলে মহামান্য বিচারক ধৃতর জামিন মঞ্জুর করেন।