জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ২৪ ডিসেম্বর ২০২২:
পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভূমশোরের মিলের কাছে আজ একটি যাত্রী বোঝাই বাস বর্ধমান থেকে কাটোয়া অভিমুখে যাচ্ছিল সেই সময় বাসটি যথেষ্টো গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজলিতে ।
এই ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ যাত্রী আহত হন ।পুলিশ জানিয়েছে আহত হন ৪০, এর মধ্যে গুরুতর আহত হন ৫ জন।
সকলকেই তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাতার ব্লক হসপিটালে ৫ অবস্থার অবনতি ঘটায় তাদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ।এই ঘটনায় বর্ধমান কাটোয়া রাস্তায় বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরে যান চলাচল স্বাভাবিক করে।স্থানীয় মানুষদের অভিযোগ গাড়িটির যথেষ্ট গতি থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।