26/04/2024 : 8:11 AM
আমার বাংলাপূর্ব বর্ধমান

শারিরীক শিক্ষার শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৪ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির আয়োজনে পাল্লা দামোদর তীরবর্তী মাঠে ৩দিনের শারিরীক শিক্ষার শিবির অনুষ্ঠিত হল। প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী যোগ দেয় এই শিবিরে । শিবিরে শিক্ষণে যোগ দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ভলেন্টিয়ার চেতন সিং, রক ক্লাইমিং ট্রেনিং ভলেন্টিয়ার প্রীতম চক্রবর্তী, সেলফ ডিফেন্স এন্ড ক্যারিটি ব্ল্যাক বেল্ট ভলেন্টিয়ার তুহিন ঘোষ, ক্যাম্প ভিজিটার আর্মি রেজিমেন্ট হাবলদার পূর্ণেন্দু মুখার্জি , যোগ ব্যায়াম, ক্যারাটে , ম্যারাথন সহ না না শারিরীক শিক্ষা দেওয়া হয় এই ক্যাম্পে।

আয়োজকদের তরফে সৌরভ দাস জানান শিবিরের সেরা তিন অংশগ্রহণ কারী হলেন ক্যাম্পের বেস্ট ক্যাডেট গার্লস টিম থেকে সোনিয়া তুরি, বয়েজ টিম থেকে বেস্ট ক্যাডেট সরবিন্দু গুইন, ক্যাম্পের বেস্ট সিনিয়ার শেখ সালাউদ্দিন। এই শিবির ছাত্র ছাত্রীদের নিয়মানুবর্তীতা ও নিজ শারিরীক সচেতনতায় ভবিষ্যতে কাজে লাগবে বলে আয়জকরা জানান।

Related posts

উনুনে রুটি সেঁকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ

E Zero Point

পর্যাপ্ত পরিমাণে করোনা ভ্যাকসিনের দাবীতে মানকর হাসপাতালে ডেপুটেশন

E Zero Point

১০ বছরের সাফল্যের খতিয়ান পেশ খন্ডঘোষে

E Zero Point

মতামত দিন