22/02/2024 : 4:55 PM
আমার বাংলা

তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চাটাই বৈঠক

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ১ জানুয়ারি ২০২৩:


দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ ঝিলু ১’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো পদিমপুর গ্রামে চাটাই বৈঠক।

উপস্থিত মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুবো ভট্টাচার্য, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মুন্সি রেজাউল হক, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলার নেত্রী সুমনা মুখার্জি, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপি চৌধুরী, ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার সাফি,ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল মণ্ডল।

বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে, আজ মঙ্গলকোট ব্লকের সমস্ত তৃণমূল নেতৃত্ব উপস্থিত হয়েছি পদিমপুর গ্রামে। দলনেত্রীর ঘোষিত প্রোগ্রাম চাটাই বৈঠক সেই বৈঠকে উপস্থিত হয়েছি।
এখানকার কর্মীদের নির্দেশ দিলাম যে পঞ্চায়েত ভোট সকলে একত্রিত ভাবে লড়তে হবে।
আজ কয়েক হাজার মানুষ এই চাটাই বৈঠকে উপস্থিত ছিলো।

Related posts

কালনায় তর্পণের জন্য গঙ্গাস্নানের ভিড়

E Zero Point

আবার বিষধর সাপ উদ্ধার আউসগ্রামে

E Zero Point

রাজ‍্যজুড়ে বিজেপি নতুন কর্মসূচি আর নয় বেকারত্ব

E Zero Point

মতামত দিন