05/12/2023 : 8:16 AM
RAMADAN2023জীবন শৈলীট্রেন্ডিং নিউজধর্ম -আধ্যাত্মিকতা

RAMADAN2023: শুরু হলো মাহে রমজান – জেনে নিন রমজান নিয়ে হাদিস

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ২৩ মার্চ ২০২৩:


বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার ফিরে এল মাহে রমজান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। মহান আল্লাহপাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই ফায়দা প্রাপ্তির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।

আজ শুক্রবার থেকে সাহ্‌রি, ইফতার আর কর্মস্থলের নতুন সময়সূচিতে বদলে যাবে জীবনযাত্রা। গতকাল মসজিদগুলোতে এশার নামাজের পর শুরু হয় তারাবিহর জামাত। তারাবিহ আদায় করে রোজার প্রস্তুতিপর্ব শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোররাতে সাহ্‌রি খেয়ে প্রথম রোজার নিয়ত করেন তাঁরা। আজ থেকে মাসজুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাতের মাধ্যমে পুণ্য হাসিলে নিবেদিত থাকবেন মুসলিমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

রমজান নিয়ে হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
– আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
– আল হাদিস

রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
– আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
– আল হাদিস

রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
– আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
– আল হাদিস

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
– আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
– আল হাদিস

রোজা মানুষকে আখেরাত মুখী করে
– আল হাদিস

রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
– আল হাদিস

রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ
– আল হাদিস

Related posts

মানবতা – একটি মানবিক গুণ

E Zero Point

আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল গাইঘাটা বিডিও অফিস

E Zero Point

আজ কেমন যাবে আপনার দিন ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক

E Zero Point

মতামত দিন