01/05/2024 : 10:31 PM
দৈনিক কবিতাসাহিত্য

কবিতাঃ হে মানুষ মানবিক হও

কবি অশোক কুমার মুখোপাধ্যায়

ঈশ্বরই বল আল্লাই বল মানুষ করেছে তৈরি
আমি বলবই ঈশ্বরবাদী যতই বলুক বৈরি ।
আল্লাই বল ঈশ্বরই বল করে না কি তারা দাঙ্গা
রাম ও রহিম একসাথে থাকে কখনো নেয় না পাঙ্গা ।
তবে মানুষের মধ্যে কেন এতই বিভেদ দ্বন্দ্ব
মানুষের গায়ে জাতিভেদ নয় থাকে মানুষের গন্ধ ।
যদি কেটে নাও আমার জিহ্বা কিংবা হাতের কবজি
আমি বলে যাব মানুষের কথা প্রাণ আছে যত অব্দি ।
মানুষের কথা যতই বলব ততই নিজেকে জানব
ঈশ্বর নয় আল্লাকে নয় মানবতা আমি মানব ।
যত পাঁজি পুঁথি ধর্মগ্রন্থ সব মানুষের সৃষ্টি
তুমিও বুঝবে যতই ঘোরাবে তোমার স্বচ্ছদৃষ্টি ।
দেশে দেশে এত যুদ্ধ চলছে মানুষই তো রোজ লড়ছে
মানুষের সাথে মানুষ লড়ছে মানুষই তো শেষে মরছে ।
আল্লার নামে দোহাই দিয়ো না আল্লাও রাগে ফুঁসছে
ঈশ্বর বলে জাত তো মানি না তবুও মানুষ পুষছে !
যতই তোমরা ঈশ্বর আর আল্লার নাম দিচ্ছ
ততই তোমরা তুচ্ছ হচ্ছো ততই পাপেতে ঘিরছ ।
মানুষের কথা মানুষ বলবে মানবতার এই শর্ত
যারা অমানুষ তাদের মানুষ বলে দিক তোরা সর তো ।
আল্লার নামে দেবতার নামে গল্প বোলো না মিথ্যে
মানুষের কাছে বিভেদ আনছ দেবতার কাছে জিততে !
সময় হয়েছে সত্যিটা বল দেবতার নামে সত্যি
আল্লা এবং দেবতাকে কেন বাঁচতে করছ পথ্যি !
দেবতা থাকবে মানুষের মনে মানবিক তাকে করতে
আল্লাই বল ঈশ্বরই বল বলে না যুদ্ধে মরতে ।
যুদ্ধে তোমার নিশ্চিত জয় মানবতা যদি মানতে
যুদ্ধ তোমরা করতে না কেউ দেবতাকে যদি জানতে ।
ঈশ্বরবাদী দিই হুঁশিয়ার থামাও তোমরা যুদ্ধ
দেবতার মন যদি পেতে চাও মন কর তবে শুদ্ধ ।
(জিরো পয়েন্ট ওয়েব পোর্টালে প্রকাশ করুন আপনার গল্প ও কবিতা। ইউনিকোডে টাইপ করে ইমেল অথবা ওয়াটসঅ্যাপ করুন)

Related posts

দৈনিক কবিতাঃ আমি আসবো…….

E Zero Point

দৈনিক কবিতাঃ ৫ – এ পঞ্চবাণ

E Zero Point

প্রকাশিত হলো রস-সাহিত্যিক ‘কেদারনাথ বন্দ্যোপাধ্যায়’ স্মারক সংখ্যা

E Zero Point

মতামত দিন