23/04/2024 : 2:57 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

মেমারিতে কাঠিয়াবাবা আশ্রমে স্বামী কৃষ্ণপ্রেম দাস মহারাজের সপ্তম তিরোভাব দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৫ এপ্রিল ২০২৩:


সোমবার পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের বৈষ্ণবপাড়া কাঠিয়া বাবা নিম্বার্ক আশ্রমে পালিত হলো শ্রীশ্রী স্বামী কৃষ্ণপ্রেম দাস মহারাজের সপ্তম তিরোভাব দিবসের অনুষ্ঠান। এদিন সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গনে। পূজার্চনার পাশাপাশি হয় নাম সংকীর্তন, গীতা পাঠ। দুপুরে হয় ভোগ প্রসাদ বিতরণ।

জানা যায় প্রায় ১৫০০ ভক্ত একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন আশ্রম প্রাঙ্গণে। আশ্রমের বর্তমান মহারাজ স্বামী সৎরূপ দাস কাঠিয়া বাবা বলেন, গুরুআদেশ পালন করায় আমাদের প্রধান কর্তব্য। এই পৃথিবীতে সব মানুষইঅ এক। শ্রীশ্রী স্বামী কৃষ্ণপ্রেম দাস মহারাজের জীবনের আদর্শে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোয় আমাদের লক্ষ্য।

এই বিশ্বসংসারে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আর মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞ চিত্তে নত হওয়া ও স্রষ্টার গুণগান করা। বিশ্বসংসারে মানুষ চলার পথে তার প্রয়োজনে বিভিন্ন ধর্ম বিশ্বাসে আবদ্ধ। কিন্তু মানুষের মূল লক্ষ্য এক।

Related posts

হিন্দুরা কেন পালন করে রাম নবমী ? জেনে নিন শাস্ত্র কি বলছে

E Zero Point

জেনে নিন বুধবারের রাশিফল

E Zero Point

কালীপুজো ও বলিদানঃ পশুপ্রেমীরা জেনে রাখুন- বলিদান শাস্ত্রসম্মত

E Zero Point

মতামত দিন