27/04/2024 : 12:51 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ মা ফিরে গেল খালি হাতে

এম. কে. হিমু


মায়ের সাথে সাথে সেও এসেছিল শহরে,
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর ভিড়ে।
তন্ন তন্ন করে খুঁজে ফেরে দুটি চোখ,
মন্ডপের লম্বা লাইনে নবমীর ভোগ।
সেই লাইনেও সবই তো মুখোশ,
ক্লান্ত পা, ক্ষতবিক্ষত মনে আফশোষ।
দশমীর বিদায়বেলায় বিসর্জনের সুর,
ধর্ষিতার মা এবারও খুঁজে পেল না অসুর।

চিত্রভাবনা – গুগুল

গ্রাফিক্স এডিটিং- এম. কে. হিমু


জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক

শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net


Related posts

‘ছোট্ট জলছবি’র বিশেষ ছড়া সংখ্যা বেশ‌ মনোরঞ্জক

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ রমলা মুখার্জী | মোঃ ইজাজ আহামেদ | গিয়াসুদ্দিন আহমেদ | সুতপা দত্ত | অর্পিতা চ্যাটার্জ্জী | মনোজ কুমার রায় | সৈয়দ রিজাউল ইসলাম | পরিতোষ বর্ম্মন ~

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার নজরুল জয়ন্তী

E Zero Point

মতামত দিন