এম. কে. হিমু
মায়ের সাথে সাথে সেও এসেছিল শহরে,
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর ভিড়ে।
তন্ন তন্ন করে খুঁজে ফেরে দুটি চোখ,
মন্ডপের লম্বা লাইনে নবমীর ভোগ।
সেই লাইনেও সবই তো মুখোশ,
ক্লান্ত পা, ক্ষতবিক্ষত মনে আফশোষ।
দশমীর বিদায়বেলায় বিসর্জনের সুর,
ধর্ষিতার মা এবারও খুঁজে পেল না অসুর।
চিত্রভাবনা – গুগুল
গ্রাফিক্স এডিটিং- এম. কে. হিমু
জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ
১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net