08/05/2024 : 7:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোর রাতে মোবাইলের দোকানে চুরি মেমারিতেঃ এই রাস্তায় নেই কোন সিসিটিভি ক্যামেরা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৭ নভেম্বর ২০২৩:


দোকানের অ্যাজবেস্টরের চাল ভেঙে মোবাইলের দোকানের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি বামুনপাড়া মোড়ে সৎসঙ্গ মন্দিরের কাছে একটি মোবাইলের দোকানে চুরি ঘটনা ঘটে। জানা যায় শুক্রবার সকালে এস মোবাইল পয়েন্ট দোকানের কর্মচারী তালা খুলে দেখে সিলিং ভাঙা এবং কম্পিউটার, ল্যাাপটপ ও মোবাইলের খালি বাক্স সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। শীঘ্রই কর্মচারী আমাদপুর নিবাসী দোকান মালিক সুদীপ নন্দীকে।

খবর দেওয়া হয় মেমারি থানাকে। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। মোবাইল দোকানের মালিক জানান আনুমানিক ৩ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে।

স্থানীয়দের অভিযোগ চেকপোষ্টে মেমারি পৌরভবন থেকে বামুনপাড়া মো়ড় পর্যন্ত এই রাস্তায় প্রশাসনের পক্ষ থেকে কোন এক অজানা কারণে একটাওসিসিটিভি ক্যামেরা লাগানো নেই। অথচ তিনরাস্তার মো়ড় পরে এখানে। চোর সেই সুযোগকে কাজে লাগিয়েছে। এলাকার ব্যবসায়ী ও বসবাসকারীরা এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে।

Related posts

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চালু হল বর্ধমান শহরের হোটেল-রেষ্টুরেন্ট

E Zero Point

হাইকোর্টের নির্দেশে লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ঘটতে চলেছে

E Zero Point

মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ধর্মীয় মৌলবাদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

মতামত দিন