02/05/2024 : 6:05 AM
আমার বাংলা

ভোররাতে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, মৃত ১

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ :


ভোররাতে দুর্ঘটনা অগ্নিকাণ্ড। তেলের ট্যাঙ্কারে আগুন সেন্ট্রাল এভিনিউতে। মোহাম্মদ আলী পার্ক এর কাছের ঘটনা। ধর্মতলার দিক থেকে দ্রুত গতিতে আসছিল তেলের ট্যাঙ্কার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেরে উল্টে যায়। ট্যাঙ্কারে থাকা একজন মারা গেছেন সম্ভবত চালক।

আগুনে পুড়ে যাওয়া ঝলসানো মৃতদেহ উদ্ধার করেছে দমকল ও পুলিশ। দমকলের দশটা ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেলের ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও দুটি দোকান ও বাড়ির ক্ষতি হয়েছে।

সাত সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কার উল্টে মৃত চালক। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। সেন্ট্রাল অ্যাভিনিউ আপাতত বন্ধ। তেলের ট্যাংকার ধাক্কা মারে একটি বাড়িতে। ইতিমধ্যেই বাড়ির ভিতর থেকেও ধোঁয়া বেরোচ্ছে।

আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে। তেলের ট্যাঙ্কারটি সোজা করার প্রক্রিয়া চলছে। ভিতরে কেউ আটকে আছে কিনা দেখার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। ইতিমধ্যেই চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Related posts

বড়শুলের ৩৫০ বছরের বনেদী দুর্গাপুজো সঙ্কটের মুখে

E Zero Point

বড়দিনে “গ্রিণেথন”- সাইকেল ম্যারাথন

E Zero Point

চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো ক্রিকেট ম্যাচ

E Zero Point

মতামত দিন