11/11/2024 : 5:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দশটি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ মার্চ ২০২৪ :


মঙ্গলবার দুপুর নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি ডিভিসি ক্যানেলের ধারে দশটি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়। দুর্গাপুর থেকে বোম স্কোয়াডের চারজনের একটি টিম মেমারি এসেছিলেন বোমা নিষ্ক্রিয় করতে। সঙ্গে ছিল মেমারি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক ইঞ্জিন, মেমারি গ্রামীন হাসপাতালের চিকিৎসক।

জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু দিন আগে মেমারি থানার অন্তর্গত বোহার গদাইতলা ৫টি তাজা বোমা ও চোটখন্ড থেকে ৫ টি তাজা বোমা উদ্ধার করে মেমারি থানার পুলিশ। এই ঘটনায় দুজন ব্যক্তির কাছ থেকে তাজা বোমা মজুতের অভিযোগে গ্রেপ্তার করা হয় ও ধৃতদের বর্থমান আদালতে পাঠানো হয়েছে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে।

 

Related posts

বাড়ি বাড়ি ফুড-কুপন পৌঁছানোর বাহকরাই নিরন্ন

E Zero Point

সাতসকালে ট্যাঙ্কার থেকে গ‍্যাস বেরিয়ে বিপত্তি বর্ধমানে

E Zero Point

প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

E Zero Point

মতামত দিন