07/10/2024 : 7:12 PM
আমার বাংলা

মেমারিতে ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়লো ৩ ডাকাত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩১ মে ২০২৪ :


শুক্রবার ভোরে মেমারি বামুনপাড়া মোড়ে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিনজন দুষ্কৃতিকে ধরে ফেলে। পুুলিশ তাদের চারচাকার গাড়ি খেকে তল্লাসি চালিয়ে রড, লাঠি, দড়ি এবং ছুড়ি চারচাকার গাড়ি সহ উদ্ধার করে। ঐ ভোরেই তিন দুষ্কৃতিকে মেমারি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ডাকাতির ছক কষে ছিল এবং গাড়ি ছিনতাই করার উদ্দেশ্য ছিল।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম সুভাষ রাজবংশী বাড়ি কদমপুকুর, রফিকুল আলম ইছাপুর, সেখ আকবর কৃষ্ণবাজার। ধৃতদের শুক্রবার সকালে সুনির্দিষ্টা ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

 

Related posts

বর্ধমানের ট্রাফিক আউট পোষ্টে স্যানিটাইজেসন

E Zero Point

গন উপনয়ন মেমারিতে

E Zero Point

সিটু-র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী মানব বন্ধন মেমারিতে

E Zero Point

মতামত দিন