11/11/2024 : 5:28 AM
আমার বাংলা

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে নার্সিংহোমে ভাঙচুর

জিরো পয়েন্ট নিউজ – উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর, ১৯ জুন ২০২৪ :


জয়নগরে স্পন্দন নার্সিংহোমে বিনা চিকিৎসায় এক রোগী মৃত্যুকে ঘিরে নার্সিংহোম ভাঙচুর,উওেজনা ।মৃতদেহ বুধবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠালো জয়নগর থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল,দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার ৬ নং মনিরতটের বাসিন্দা বিমল সরকার মঙ্গলবার নিমপীঠে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন,পরিবারেরঅভিযোগ পথ দুর্ঘটনায় পায়ে চোট লাগে বিমল সরকারের, তড়িঘড়ি আনা হয় নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে।এখানে প্রাথমিক চিকিৎসার পরে শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়,কিন্তু রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রোগীর পরিবার জয়নগরের স্পন্দন নার্সিংহোমে নিয়ে আসে।তাদের অভিযোগ রুগী কে এক্স রের রিপোর্ট করে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষন।

রোগীকে কোন ইনজেকশন বা ওষুধ দেওয়া হয়নি।কিছুক্ষন পরে হার্ট অ্যাটাকে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।আর চিকিৎসার গাফিলতির অভিযোগে তারপর উত্তেজনা শুরু হয়।রোগীর পরিবার ভাঙচুর করে জয়নগর স্পন্দন নার্সিংহোম,তাতে আহত হয় দুজন নার্সিংহোমের কর্মী।অবশ্য নার্সিংহোমের মালিক হরিসাধন নস্কর জানান, রোগীকে ভর্তি করা হয়নি, ডাক্তার দেখাতে এসেছিল ডাক্তার আসতে দেরী হয়।আর তার আগে এই ঘটনা ঘটে। এর জন্য নার্সিংহোম পক্ষ দায়ী নয়।তবে এই ঘটনায় এলাকায় উওেজনা থাকায় বুধবার ও পুলিশ মোতায়েন রয়েছে।তবে মৃতদেহ বুধবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠায় জয়নগর থানার পুলিশ।নার্সিংহোমে কেন রোগীকে ভর্তি করা হলো না,কেন তাদের বারংবার ডাক্তার আসার কথা বলা হল।রোগীর অবস্থা গুরুতর থাকার পরেও কেন তাদের অন্যথ পাঠানো হল না। রোগী ও রোগীর পরিবারদের নিয়ে এই ভাবে ছিনিমিনি খেলার মানে কি।আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললো মৃতের পরিবারের লোকজন।

Related posts

এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

‘আগমনীর আহ্বান, পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’ কর্মসূচী মেমারি শহরে

E Zero Point

মেমারি রসুলপুরে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

E Zero Point

মতামত দিন