জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ অগাষ্ট ২০২৪ :
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই অবিরাম বৃষ্টি , রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট ও বাড়তে থাকে, রুদ্রমূর্তি ধারন করে বেহুলা নদী। বেহালা নদীর তীরবর্তী জায়গায় জলমগ্ন তে আটকে পরে একই পরিবারের তিন জন, স্থানীয়রা মেমারি থানায় খবর দিলে, তড়িঘড়ি মেমারি থানার আধিকারিক দেবাশীষ নাগ সহ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছায়, মেমারি থানার এক পুলিশ অফিসার এএসআই দীপক পাল বেহুলা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পার হয়ে পরিবারের তিন জন ব্যক্তি কে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মগরা খাস পাড়া এলাকায় বেহাল নদীর পাশে মালতী সরেনের বাড়ি। একই পরিবারের এক নাবালিকা সহ তিনজন, প্রতিদিনের মত খাওয়া দাওয়া সেরে বিশ্রামের জন্য তৈরি হচ্ছিলেন। তারই মধ্যে প্রবল বৃষ্টি তে রুদ্রমূর্তি বেহুলা নদী ফলে তারা আটকে পরে।
উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার ওসি দেবাশীষ নাগ সহ অন্যান্য অফিসারেরা। তাদের নিরাপদ স্থানে রেখে আশ্বাস দেন পুলিশ সর্বদা তাদের পাশে আছে। ওই পরিবার সহ স্থানীয়রা পুলিশের এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন।