জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ অগাষ্ট ২০২৪ :
রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি তাতারপুরে আয়োজিত হল একটি রক্তদান শিবির। তাতারপুর মিরর গ্রুপ এর উদ্যোগে তাতারপুর উত্তরপাড়া বারোয়ারি তলায় আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৪০ জন রক্ত দাতা রক্ত দান করেন।
রক্তদান শিবির চলাকালীন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, নিমো ১ পঞ্চায়েতের উপপ্রধান রবি শর্মা, মেমারি এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি তার বক্তব্যে বলেন, রক্তদান একটি মহৎ দান। তবে যারা রক্তদান শিবির আয়োজন করেন তারা অনেক ক্ষেত্রেই টার্গেট পূরণ করার জন্য সঠিক শারীরিক যাচাই না করে রক্তদাতাদের রক্তদান করতে উৎসাহ দেন যেটি ঠিক নয়। রক্ত দিতে হলে সঠিক নিয়ম মেনে রক্ত দিতে হবে না হলে রক্তযারা সংগ্রহ করতে আসেন রক্ত ল্যাবে নিয়ে যাওয়ার পর রক্তের মান ঠিক না থাকলে সেগুলি ড্রেনজ করে দিতে হয়।
তাতারপুর মিরর গ্রুপ পক্ষ থেকে জিরো পয়েন্টের প্রতিনিধি কে বলেন, মিরর গ্রুপ শুধুমাত্র রক্তদান শিবিরই নয় বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবির ও বৃক্ষ রোপন কর্মসূচি করে থাকে। সম্প্রতি তারা তাতারপুরের বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতামূলক কর্মসূচী ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করেছে।