07/10/2024 : 8:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি নতুন বাসষ্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :


মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন হলো মঙ্গলবার সকালে। উদ্বোধন করলেন মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু। সঙ্গে উপস্থিত ছিলেন শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা আইএনটিটিইউসি শহর সভাপতি সেখ আসরফ আলি, মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ইউনিয়নের সেক্রেটারি অরবিন্দ গণ সহ অন্যান্যরা।

এদিন মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ইউনিয়নের প্রত্যেক কর্মীদের জন্য মালিক ইউনিয়নের তরফ থেকে তিন লক্ষ টাকার জীবন বীমা পলিসি করে দেওয়া হল। বিশ্বকর্মপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

Related posts

পূণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতিসংঘে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত

E Zero Point

মেমারি তৃণমূল কংগ্রেস ভবনের উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

বাগিলা ও পাল্লারোড ষ্টেশনে মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন