জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৫ অক্টোবর ২০২৪ :
৪ অক্টোবর পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সর্বভারতীয় জনপ্রিয় রংয়ের প্রতিষ্ঠিত কোম্পানি ডুলাক্সের ডিলার হাজরা মার্কেন্টাইলে এলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার।
প্রতিষ্ঠানের কর্ণধার সৌমেন হাজরা জানান, ডুলাক্সের প্রোডাক্ট ভেলভেট টাচের অল ইন্ডিয়া কম্পিটশনের চতুর্থ রাউন্ডে বিশেষ স্থান লাভ করে ডিলার হাজরা মার্কেন্টাইল। টোটাল টার্গেট অ্যাচিভমেন্ট, কাস্টমার স্যাটিসফেকশন, সেলস আফটার সার্ভিস ও শপ ডেকোরেশনের ভিত্তিতে এই প্রতিযোগিতা হয়।
পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াংকা সরকার ছাড়াও কোম্পানীর সেলস, মার্কেটিং ম্যানেজার ও স্থানীয় বিশিষ্টজনেরা। অভিনেত্রী বলেন, পুজোর মরশুমে আমরা যেমন নিজেদেরকে সাজিয়ে তুলি, তেমনই আসুন ডুলাক্স ভেলভেট টাচে নিজেদের বাড়িঘরকে রঙ্গীন করে তুলি।