05/05/2024 : 5:05 AM
অন্যান্য

বর্ধমান শহরে করোনা আক্রান্ত এক স্বাস্থ্য কর্মী মহিলা

স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ডের সুভাষ পল্লীর এক মহিলা স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হলেন। গতকাল রাতে তিনি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাওয়ার পর তার করোনা ধরা পড়ে। ৪৩ বছরের এই মহিলা স্বাস্থ্যকর্মীকে আজ দুর্গাপুর সনোকা হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতিমধ্যে তার পরিবারের ৫ জন ও তার সংস্পর্শে আসা ৯ জন ব্যক্তিকে কোয়ারিন্টনে রাখা হয়েছে। সংবাদ সূ্ত্রে জানা গেছে তিনি কলকাতার এক সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মী এবং তিন দিন আগে কলকাতা থেকে বাড়ি ফেরেন।

পুরো এলাকা সীল করা হয়েছে। ছবিঃ Surupa Banerjee (ফেসবুক থেকে)

জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, যে গাড়িতে এসেছে তা বিদ্যুৎ দপ্তরের গাড়ি। বর্ধমানের বাদামতলায় বিদ্যুৎ দফতরের কর্মরত তার স্বামীর অফিসও সিল করা হয়েছে। উক্ত গাড়িতে যাতায়াত করেছে এমন চার ব্যক্তিকেও কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।  বর্ধমানের সুভাষপল্লী এলাকা পুরোপুরি সিল করা হয়েছে এবং পুলিশ ড্রোনের মাধ্যমে গোটা এলাকার উপর নজরদারী রাখছেন।

 

Related posts

গুসকরা পৌরসভার ১৫০ জন করোনাযোদ্ধাকে সম্মানিত করলেন বিধায়ক অভেদানন্দ থান্দার

E Zero Point

লকডাউনে ৮০০ পরিবারের পাশে জামালপুর ব্লক নাগরিক জনকল‍্যাণ সোসাইটি

E Zero Point

পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে পাল্লারোডের বিভিন্ন ব্যাঙ্ক ও অফিসে স্যানিটাইজেশন

E Zero Point

মতামত দিন