05/05/2024 : 11:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে জনগণের বিক্ষোভ

আলেক শেখঃ মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া  গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখায় একদল মানুষ। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে শুশুনিয়া গ্রামের রাস্তা  চরম বেহাল হয়ে পড়েছে।   রাস্তায় হাঁটু সমান কাদা মাড়িয়ে গ্রাম থেকে মানুষ বের হতে পারছে না। স্থানীয়  পঞ্চায়েত প্রধানকে বার বার লিখিত জানিও কোন সুরাহা হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ। বিক্ষোভকারীরা এরপর হুঁশিয়ারি দিয়ে জানিয়ে যান–অতি শীঘ্র রাস্তার সংস্কার  না করা হলে  বৃহত্তর আন্দোলন হবে। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষের বাড়ি শুশুনিয়া গ্রামেই। তিনি জানান–উল্লেখিত রাস্তাটি সংস্কারের যথারীতি অনুমোদন পেয়ে গেছে। ২০/২৫ দিনের মধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।
এই খবরটা পেয়েই বিজেপির লোকেরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। কয়েকটা মানুষকে নিয়ে মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে জানাতে চাইলেন, যে আমাদের বিপ্লবের জন্যই রাস্তা সংস্কার করতে বাধ্য হল। নোংরা-দুর্গন্ধময় রাজনীতি আর কাকে বলে  ?

Related posts

বর্ধমাবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকার্য

E Zero Point

পৌরনির্বাচনকে পাখির চোখ করে কর্মী সম্মেলন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের

E Zero Point

তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জীর পদত্যাগ প্রসঙ্গে কি বললেন, বিধায়ক, পৌরপিতা ও শহর সভাপতি

E Zero Point

মতামত দিন