06/05/2024 : 2:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

কচিকাঁচাদের পড়াশোনা চালু রাখতে অভিনব উদ্যোগ নিল ভাতারের শিক্ষক মিসকিন মন্ডল

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার পশ্চিম চক্রেরের মেনাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিসকিন মন্ডল লকডাউন চলাকালীন কচিকাঁচাদের পড়াশোনা চালু রাখতে অভিনব উদ্যোগ নিলেন।
তিনি নিজের খরচায় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে পেন ও খাতা বিতরণ করেন এবং ভিন্ন ভিন্ন ক্লাসের পৃথক পৃথক বাড়ির কাজ দেন, যাতে করে তারা পড়াশোনা চালু রাখতে পারে। পাশাপাশি ১৫ দিন পর সেই খাতা স্কুলে জমা দিতে হবে অভিভাবকদের একথা জানান তিনি। এর ফলে কচিকাঁচাদের পড়াশোনার আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।

মেনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছবি সাহা জানান, আমার বিদ্যালয়ের শিক্ষক মিসকিন মন্ডল যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের নিয়া উচিত। তিনি নিজের খরচায় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে পেন ও খাতা দিচ্ছেন এবং তার সঙ্গে বাড়ির কাজ এতে করে পড়াশোনা চালু থাকবে। তাই আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই।

বিদ্যালয়ের শিক্ষকের এই উদ্যোগে খুশি হয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা।

মিসকিন মন্ডল জানান, আমি শুধু আমার এই মেনাডাঙ্গা বিদ্যালয়ে নয়, আমি এলাকার প্রায় ১০ টি বিদ্যালয় এই খাতা ও পেন বিতরণ করছি।উদ্দেশ্য একটাই ছেলে মেয়েরা লোকজনের মধ্যে পড়াশোনা যুক্ত থাকুন।

Related posts

বর্ধমানে বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে আবক্ষ মূর্তি স্থাপন

E Zero Point

দুর্গাপুজোর জন্য মন্ত্রীর বস্ত্রবিতরণ মঙ্গলকোটে

E Zero Point

মঙ্গলকোটে বাসের ধাক্কায় মৃত বৃদ্ধ

E Zero Point

মতামত দিন