04/05/2024 : 2:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

ত্রিবেণী ঘাট থেকে গঙ্গাজল পাঠানো হল অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের জন্য

সুমন চক্রবর্তী, হুগলি, ২৬ জুলাইঃ


আগামী ৫ই আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যয় প্রধানমন্ত্রী দ্বারা যে রামমন্দির নির্মানে ভূমি পূজন হতে চলছে সেই পূজোর জল যাচ্ছে হুগলী জেলার ত্রিবেনী ঘাঁট থেকে। এদিন হুগলি জেলা বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এই মহৎ কর্মসূচীর আয়জন করে। ভোর ৪টে নাগাদ ত্রিবেনী ঘাটে জেলার বিভিন্ন প্রান্তের কার্যকর্তা সহ উপস্থিত ছিলেন বিশ্বহিন্দু পরিষদের সম্পাদক বিপ্লব অধিকারী, সুশান্ত মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন আরএসএস জেলা দায়িত্ব প্রাপ্ত দুই প্রধান বীরেন পাল এবং আশিষ মন্ডল। সকলে মিলে ঘাট থেকে নৌকায় করে মাঝ গঙ্গায় গিয়ে তিনটি নদীর মিলন স্থল থেকে জল সংগ্রহ করে ঘাটে এসে পূজা অর্চানার মাধ্যমে জল নিয়ে রওনা দেয় কলকাতার বিশ্বহিন্দু পরিষদের মুখ্য কর্যালয়ে এবং সেখান থেকে আজই সকাল ৮টা নাগাদ উত্তর প্রদেশের উদ্দেশ্যে জল নিয়ে রওনা দেবেন রাজ্য ও জেলার কার্যকর্তার।

Related posts

জনসংযোগ তৈরি করতে কালীপুজো উদ্বোধনে জেলা পুলিশ সুপার

E Zero Point

পূর্বস্থলীতে দীনদয়াল উপাধ্যায়ের এর জন্মদিন পালন

E Zero Point

ভোরের আলো স্বেচ্ছাসেবী সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন