12/05/2024 : 2:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমুর্শিদাবাদ

ফরাক্কায় গঙ্গার বুকে ইলিশের আশায় মৎস্যজীবীরা

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ফরাক্কা, ২৩ সেপ্টেম্বর ২০২০:


ইলিশের মরশুম তবু তেমন ভাবে দেখা নেই গঙ্গায় ইলিশের, ফরাক্কায় গঙ্গার বুকে জাল বিছিয়ে, সারা রাত জাল ফেলে ও দিনের শেষে হতাশ মনে ফিরতে হয় গঙ্গার মৎস্যজীবীদের। গঙ্গার মৎস্যজীবীরা জানাই এই সময় ইলিশের মরশুম হলেও গত বছরের তুলনায় এই বছর জালে তেমন ভাবে উঠছে না ইলিশ, কোন কোন দিন ভোর থেকে গঙ্গার বুকে জাল ফেলে দেখা মিলে কয়েকটা ইলিশ আবার কোন কোন দিন দেখা মেলে না ইলিশের, আর কয়েকটা ইলিশ জালে উঠলেও দাম ১৬০০ থেকে ১৮০০ টাকা । তবুও সকাল হলে ইলিশ সহ আরো অন্যান্য মাছ ধরতে বেরোতে হয় যদি গঙ্গা থেকে বেশি পরিমানে জালে বাঙালি প্রিয় ইলিশ মাছ ওঠে সেই আশায়।


Related posts

খন্ডঘোষে স্ত্রী, কন‍্যা সহ শ‍্যালিকাকে অস্ত্রের কোপ, অভিযুক্তকে গ্রেপ্তার ও আদালতে পেশ

E Zero Point

পুলিশ ফাঁড়ি না সরানোর দাবীতে বিক্ষোভ

E Zero Point

বামপন্থী সংগঠনের রক্তদান শিবির পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন