06/05/2024 : 8:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

ব‍র্ধমানে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেক্স– বর্ধমান, ১৩ ডিসেম্বর, ২০২০:


ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতে ইছলাবাদ ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাব এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করলো।
এই করোনা পরিস্থিতিতে চারিদিকে যখন রক্তের সংকট, সেই কথা মাথায় রেখেই ক্লাবের এই উদ্যোগ।

সারাবছর নানান ধরনের সামাজিক কাজের মধ্যে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাব নিজেদের নিয়োজিত করে থাকে। কঠিন লক ডাউনের সময়ও ধারাবাহিকভাবে অভাবী অভুক্ত মানুষদের খাবার, পোশাক দিয়ে সাহায্য করে গেছে।


আজকের এই রক্তদান শিবিরও তাদের অন্যান্য সামাজিক কাজের মধ্যে অন্যতম একটি। এদিন শিবিরে ৪৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে রশ্মি ব্লাড ব্যাঙ্ক।

Related posts

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাড়িঘরে আগুন এবং ভাঙচুরঃ চাঞ্চল্য ইংরেজবাজারের চণ্ডীপুর এলাকা

E Zero Point

গতকাল সন্ধ্যার বিধ্বংসী ঝড়ে চরম ক্ষতিগ্রস্ত ভাতার ব্লক

E Zero Point

বর্ধমানে আমাদে মুস্তাফা কনফারেন্স ও রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন