01/05/2024 : 7:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বর্ধমানের রাস্তায় করোনা যোদ্ধারা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১২ মে ২০২১:


করোনার প্রকোপে গোটা দেশ। নতুন আক্রান্তের সংখ্যায় রোজ নয়া রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। করোনা মহামারি শুরু হতেই সরকারি গাইড লাইন অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন ।


এমন অবস্থায় জনসাধারণকে সচেতন করতে পথে নামলো পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক পুলিশ। বুধবার বর্ধমানের প্রানকেন্দ্র কার্জগেট চত্বরসহ শহরের বিভিন্ন জনবহুল জায়গায় পথচলতি মানুষ সহ ব‍্যাবসায়ীদের মাইকিং করে করোনা সচেতনতার বার্তা দিলেন জেলা ট্রাফিক পুলিশ।


এরসাথে পথচলতি মানুষদের মাস্কও বিতরন করা হয়। এদিন ট্রাফিক ওসি ছোটেলাল প্রসাদ পথচলতি মানুষদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে বলেন, বাড়িতে থাকুন সুস্থ‍্য থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন, সকলে মাস্ক পড়ুন ও স‍্যানিটাইজার ব‍্যাবহার করুন।
এছাড়াও ব্যাবসায়ীদের উদ্দেশ্যে সরকারি গাইডলাইন মেনে দোকান খোলা ও বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

Related posts

জেমোর সুকুল বারির দূর্গা পুজা

E Zero Point

কৃষকদের স্বার্থে বিজেপির ডেপুটেশন

E Zero Point

বর্ধমানে কৃত্রিম হাত প্রতিস্থাপন

E Zero Point

মতামত দিন