29/03/2024 : 1:56 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ আজব দেশ


কমলেশ মন্ডল


আজব দেশের খবর পেতে তোমরা যারা চাও
ভুলটা করেই কেউনা যেন বুম্বাগড়ে যাও।
ঘরের ভেতর খুঁজলে পরে যারে পাওয়া যায়
তার লাগি কেউ হন্যে হয়ে বিদেশ পানে ধায়!
হয়তো তোমার আজব লাগে শুনে এমন কথা
কিন্তু খানিক ভাবলে পাবে কথার যথার্থতা।
দেশের সেবার জন্যে যারা হামলে পড়ে এসে
সত্যি করেই বলনা তারে ক’জন ভালবাসে!
লক্ষ টাকার বেতন ভাতা সঙ্গে হরেক ফাউ
তাতেও তাদের ভরেনা পেট সদাই হাউমাউ।
ভর্তুকিতে কোর্মা পোলাও মাটন বিরিয়ানি
খাচ্ছে তারাই লজ্জা বিহীন এটা সবাই জানি।
চাকরি ছাড়াই বেতন ভাতা সঙ্গে পেনশন
এমন আজব খবর শুনে ভরেছে তোর মন
বিমান চড়েন মুফতে তারা সঙ্গে সুপার রেল
আমজনতার মাথায় নাকি ভাঙেন সদা বেল।
কিন্তু যারা রৌদ্রে পুড়ে তুলছে ফসল ঘরে
তাদের হাড়ির ভেতর শুধু বাতাস খেলা করে।
এমন দেশের মানুষ তবু আজব দেশ খোঁজে
অনেক কিছুই বুঝেও সবে চোখটা থাকে বুজে। ♦



দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

পদার্পণের ‘রবীন্দ্র-নজরুল সংখ্যা ১৪২৮’

E Zero Point

কবিতাঃ হে মানুষ মানবিক হও

E Zero Point

মতামত দিন