01/05/2024 : 2:07 AM
আমার বাংলাকলকাতা

ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৩০ মে ২০২২:


পরীক্ষার্থীদের দীর্ঘ উৎকন্ঠা দূর করে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পর্ষদ-সহ ১৪টি ওয়েবসাইটে ফল জানা যাবে ।সকাল ন’টায় প্রকাশিত হবে ফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের বেশি।

চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে কোভিড বিধি মেনে। করোনা আবহের ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিরপদ্রুবেই পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে।

Related posts

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জমিয়তে উলামা

E Zero Point

বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে

E Zero Point

মেমারি সেন্ট্রাল দুর্গাপূজা কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনী

E Zero Point

মতামত দিন