29/03/2024 : 11:00 AM
আমার বাংলা

আমি কোনও অন্যায় করিনি, বিজেপির চাল, আমাকে ফাঁসানো হয়েছেঃ ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ জুলাই ২০২২:


শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।  তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে সোনা ও বিদেশি মুদ্রাও।

শনিবার সকালেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি  হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শনিবার দুপুরে তাঁকে আদালতে পেশের পর ১৪ দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা।

এর পর শনিবার সন্ধ্যায় ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে যাওয়া হল। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা বলেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’ জানা যায় বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা।

Related posts

অভিনব ট্যাবলো যাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবস পালন বৈঁচিগ্রামে

E Zero Point

মেমারিতে অক্সিজেনের কালোবাজারিঃ উদ্ধারকৃত সিলিন্ডার তুলে দেওয়া হয় পাহারহাটি হাসপাতালে

E Zero Point

নবনিযুক্ত ব্লক যুব সভাপতিকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন