23/04/2024 : 10:39 PM
অন্যান্য

রসুলপুরের জয়যাত্রী সংঘের মানবিক প্রয়াস

সুদীপ্ত ভট্টাচার্য, রসুলপুর: সমগ্র বিশ্ব জুড়ে করোনার যহামারীর থাবায় বিধ্বস্ত। ভারতেও তার ঢেউ আছড়ে পড়েছে। এর ফলে যে পরিমাণ সামাজিক বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পূর্ব বর্ধমানের রসুলপুরের বৈদ‍্যডাঙ্গা জয়যাত্রী সংঘের সম্পাদক শ্রীযুক্ত জীবন চক্রবর্তী ও ক্লাবের অনান্য সদস্যরা মিলে আজ।প্রায় শতাধিক দুঃস্থ পিছিয়ে পড়া গৃহবন্দী মানুষ কে চাল,ডাল ও আলু এবং সাবান দিয়ে ঘরে থাকারই প্রেরণা দিলো, যাতে এই কঠিন লড়াই সকলে মিলে জিততে পারি।

সম্পাদক জীবন চক্রবর্তী ও সদস্যরা বলেছেন এই অসম সংগ্রামে বৈদ‍্যডাঙ্গা জয়যাত্রী সংঘ এলাকার সমস্ত মানুষের জন্য এমন ভাবেই নিরলস সাহস দিয়ে যাবে যাতে তারা ঘরে থেকে এই লড়াইটা লড়তে পারে।

Related posts

যেমন দেখি তাঁকে (চতুর্থ কিস্তি)

E Zero Point

আউশগ্রাম ১নং ব্লকের ৭ টি অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরন

E Zero Point

লকডাউনে নিয়মনীতির ক্ষেত্রে বজ্রআঁটুনি ফস্কা গেরোর চিত্র মঙ্গলকোটের গ্রামীণ ব্যাঙ্কের জালপাড়া শাখায়

E Zero Point