07/05/2025 : 2:00 AM
অন্যান্য

প্রবীন কমিউনিষ্ট নেতা অশোক ব‍্যানার্জী প্রয়াত হলেন

 বিশেষ সংবাদদাতা, বর্ধমান: পুর্ব এশিয়ার সমবায় তথা রাজ‍্য্যের সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃত  ও প্রবীণ কমিউনিস্ট নেতা কমঃ অশোক ব্যানার্জি আজ ২৯ মার্চ সকাল ১০-৫০  মিনিটে প্রয়াত হয়েছেন । হাইব্লাড  সুগার নিয়ে বর্ধমানের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ দুুুপুরে জেলা পার্টি দপ্তরে তার পাার্থিব দেহে সকল নেতা ও গুনমুুুগ্ধরা শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত উল্লেখ্য বর্ধমানমেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের কাজে উনার  দেহদান করা হবে।

 

পূর্ব বর্ধমান জেলার শ্রীধরপুর সমবায় সমিতির উন্নয়নের কান্ডারী ছিলেন তিনি এবং রাজ্যের বিভিন্ন সমবায় সমিতির পথপ্রদর্শনকারী।

 

Related posts

এক নজরে দেখে নিন – লকডাউনের মধ্যে বাধাহীন ভাবে পণ্য সরবরাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব (দুপুর-২ টা)

E Zero Point

করোনা সর্তকতায় মন্ত্রী স্বপন দেবনাথের অন্যরুপ

E Zero Point