বিশেষ সংবাদদাতা, বর্ধমান: পুর্ব এশিয়ার সমবায় তথা রাজ্য্যের সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃত ও প্রবীণ কমিউনিস্ট নেতা কমঃ অশোক ব্যানার্জি আজ ২৯ মার্চ সকাল ১০-৫০ মিনিটে প্রয়াত হয়েছেন । হাইব্লাড সুগার নিয়ে বর্ধমানের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ দুুুপুরে জেলা পার্টি দপ্তরে তার পাার্থিব দেহে সকল নেতা ও গুনমুুুগ্ধরা শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য বর্ধমানমেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের কাজে উনার দেহদান করা হবে।
পূর্ব বর্ধমান জেলার শ্রীধরপুর সমবায় সমিতির উন্নয়নের কান্ডারী ছিলেন তিনি এবং রাজ্যের বিভিন্ন সমবায় সমিতির পথপ্রদর্শনকারী।