নূর আহমেদ, মেমারিঃ গতকালই জিরো পয়েন্ট-এ প্রকাশিত হয় করোনা মোকাবিলায় সজাগ থাকুন কিন্তু গুজব ছড়াবেন না – মেমারির মানুষ সচেতন হন শীর্ষক সংবাদটি। মেমারি নবপল্লী নিবাসী দিদিমণি মৈত্রী মজুমদারের পুত্রকে নিয়ে যে ভুয়ো পোস্ট ঘুরছিল সোশ্যাল মিডিয়ায় গতকাল রাতেই সেই ভুয়ো পোষ্টের নায়ক মেমারি সুলতানপুর-জিটি রোড পাড়া (ওয়ার্ড নং-৪) নিবাসী সৈকত সিনহা ( রাজা)-কে গ্রেপ্তার করে মেমারি পুলিশ। আজ বর্ধমানে স্পেশাল কোর্টে তাকে হাজির করা হয়। আদালত তাকে সাবধান করে দেয় এবং ৪০০০ টাকা জামিনে বন্ডে সই করে ছেড়ে দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য যেখানে সারা বিশ্বব্যাপী ও ভারতবাসী করোনা আতঙ্কে ভুগছে। মেমারির একদল যুবক যে যার সাধ্যমত মানুষকে সচেতন করছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সচেতনতা মূলক পোষ্ট করছে অন্যদিকে কিছু যুবক লকডাউন ভেঙ্গে রাস্তায় রাস্তায় ভ্রমনে বেড়িয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পোষ্ট করে মানুষের মনে যেমন অপ্রীতিকর দুশ্চিন্তার সৃষ্টি করছে এবং সেই সঙ্গে কিছু ব্যক্তির সামাজিক সম্মান নিয়ে খেলা করছে। এই ধরনের ভুয়ো সংবাদ যারা প্রচার করছেন তারা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। করোনার মত সঙ্কটময় পরিস্থিতিতে অন্যায় ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকুন, পুলিশের চোখ সবসময় নজরদারিতে আছে।