নূর আহমেদঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ হাজার জন মারা গিয়েছে ইতিমধ্যে। সারাবিশ্বে মুহূর্তের নিমিষে বেড়ে চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জন। এখনও অসুস্থ রয়েছেন ৬ লক্ষ ৩৮ হাজার ৬০৯ জন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে চিন্তার ভাঁজ সবার কপালেই।
রাজ্যেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাত পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। বুধবার বেলা গড়াতেই কমপক্ষে আরও ৫ আক্রান্তের সন্ধান মিলল। পাশাপাশি মৃত্যুও হল এক আক্রান্তের।
আমাদের শহর মেমারি কি আজও সচেতন হবে না। আজ বিবেকানন্দ ইংয়স কর্ণার ও অভিযান সংঘের সচেতনতা প্রচার দেখা গেলেও মানুষ ও এ কান দিয়ে ঢোকাচ্ছে ও আর এক কান দিয়ে বাড় করে দিচ্ছে। প্রশাসনও চুপ থাকছে কেন সেটাই অনেক লকডাউন মানা মেমারিবাসীর প্রশ্ন।