25/04/2024 : 1:39 PM
অন্যান্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | সুতপা দত্ত, শান্তনু পাল, নদেরচাঁদ হাজরা, বিমল মণ্ডল 

কবিতাগুচ্ছ

করোনা

শান্তনু পাল
দেখেছি অনেক শববাহী গাড়ি
শেষ বিদায় জানিয়েছি তাকে
কভু দেখি নাই শ্মশানে লাশের সারি
কাকে ছেড়ে কাকে কে ডাকে
মায়ের পাশে বাপেরই নিথর দেহ
অনাথ শিশু তাকিয়ে নির্বিকার
সৎকার করবার নাই যে কেহ
বিধাতার একি নিষ্ঠুর বিচার
অ্যামাজনের জঙ্গলে পশুরা যখন পুড়ছে
প্রকৃতির দোষ দিয়ে দায় সেরেছি
লাশের পরে লাশ যে জ্বলছে
কান্না কি থামাতে আমারা পেরেছি
চায়নার পরে ইটালি দেখেছে
ফ্রান্সের সাথে  আমেরিকা
ইউরোপ ঘুরে ভারতে এসেছে
করোনা নামক বিভীষিকা
স্বাস্থ্যকর্মী সব ভগবান হয়েছে
পুলিশ সেজেছে পরিত্রাতা
নেতারাও কেউ পথে নেমেছে
সাথে খেলোয়াড় কিম্বা অভিনেতা
জ্যোতিষিরা আজ মুখ ঢেকেছে
তাবিজ কবজ তুলসীর মালা
পাথরের কাজ ঔষধ করেছে
বুজরুকি যত মূর্খের খেলা

আজ আর আনন্দের দিন নয়

নদেরচাঁদ হাজরা
আজ আর আনন্দের দিন নয়
বুকের ভেতর নাড়া দিচ্ছে আতঙ্ক
বিশ্বজোড়া আতঙ্ক
হৃদয় আজ আর
কবিতা নিয়ে কথা বলতে চায়না
চায় শুধু জানতে
কিভাবে রক্ষা পাব আমরা
সবই তো থমকে যেতে বসেছে
মনটাও কি পারে সব ভুলে দুর্জয় আনতে ?
তবুও বিশ্বকবিতা দিবস আজ
প্রাণের অন্দরে তবুও ছোঁয়া লাগে
হাজার আতঙ্কেও কবিতা জাগুক
জীবন তো একটাই
একদিন যেতে হবে চলে সব ছেড়ে
তাই হৃদয়কে বলি
এসো কবিতার বার্তা
ছুঁয়ে করোনাকে দূরে ঠেলে
আজ শুধু মেতে উঠি কবিতার ধ্বনিতে ৷
হাজার কবিতার সুরে
আবার জীবনের আনন্দগান
মুখরিত করুক বিশ্বচরাচর
অমর হোক জীবনের কবিতা ৷

আক্রান্ত

বিমল মণ্ডল
আমাদের বাড়ির  বারান্দা
যা ছিলো  একান্ত  নিজের
বর্তমান সেখানে  বিদেশীদের আবাসভূমি
পরিবর্তন  শুধু  চেহারায়
চেনা সম্পর্ক  অচেনা,  অজানা
কোথাকার  ভাইরাস
বাতাসে, জলে, স্থলে
জেগে ওঠে  বিন্দু  থেকে  সিন্ধু তে
পরিসেবা সময় জুড়ে
গ্রাম – শহর
সারাদেশ আক্রান্ত
মৃত্যুর  মহামারীর শেষ  অঙ্কে
তবুও  যারা  আছে
হাতে হাত রেখে
এ মুক্তির  মিছিলে
প্রতিরোধ  গড়ে।
*******************************

লেখাগুলি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।

জিরো পয়েন্ট রবিবারের আড্ডার সাপ্তাহিক ওয়েব পাতায় লেখা পাঠাতে হলে ইমেল করুন zeropointpublication@gmail.com

বিষয় – রবিবারের আড্ডা উল্লেখ করবেন।

Related posts

আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, লকডাউনের মেয়াদবৃদ্ধির বার্তাও দিতে পারেন

E Zero Point

পল্লিমঙ্গল সমিতি ইঁট ভাটার শ্রমিকদের পাশে দাঁড়ালো

E Zero Point

পুনের মসজিদে রমজানে নামাজ হবে না, কোয়ারেন্টাইন সেন্টার করা হল

E Zero Point

মতামত দিন