নিজাম আলমঃ গত ২০ এপ্রিল গুসকারা পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার । উপস্থিত ছিলেন চাঁদনিহারা মুন্সি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সালেক রহমান, ব্লক কার্যকারী সভাপতি প্রশান্ত গোস্বামী ও ওয়ার্ড নেতৃত্ব বৃন্দ ।
একই দিনে আউশগ্রাম ২ নং ব্লকের অমরপুর অঞ্চলে, প্রত্যেক গ্রামের বুথ কর্মীদের হাতে খাদ্য সামগ্রী, সাবান এবং মাস্ক তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার মহাশয় । উপস্থিত ছিলেন আউশগ্রাম ২নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার সাহেব, আব্দুল লালন, অঞ্চল সভাপতি গোলাম শেখ সহ সকল তৃণমূল কংগ্রেসের দলের কর্মীবৃন্দ।