21/09/2023 : 11:41 PM
অন্যান্য

আউশগ্রাম বিধায়কের উপস্থিতিতে খাদ্য সামগ্রী দান

নিজাম আলমঃ  গত ২০ এপ্রিল গুসকারা পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার  । উপস্থিত ছিলেন চাঁদনিহারা মুন্সি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সালেক রহমান, ব্লক কার্যকারী সভাপতি  প্রশান্ত গোস্বামী ও ওয়ার্ড নেতৃত্ব বৃন্দ ।

একই দিনে আউশগ্রাম ২ নং ব্লকের অমরপুর অঞ্চলে, প্রত্যেক গ্রামের বুথ কর্মীদের হাতে খাদ্য সামগ্রী, সাবান এবং মাস্ক তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার মহাশয় । উপস্থিত ছিলেন আউশগ্রাম ২নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি  সৈয়দ হায়দার সাহেব,  আব্দুল লালন, অঞ্চল সভাপতি   গোলাম শেখ সহ সকল তৃণমূল কংগ্রেসের দলের কর্মীবৃন্দ।

Related posts

মেমারি মৎস্যজীবী সমবায় সমিতি থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান

E Zero Point

মিত্রোঁ….

E Zero Point

রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতি ২ লাখ ১০ হাজার টাকার অনুদান দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

E Zero Point

মতামত দিন